কানসাটে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

শিবগঞ্জের কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের শিবনারায়ণপুর নামক মোড়ে বৃহস্পতিবার মোটরসাইকেলের ধাক্কায় তোসলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত তোসলিম উদ্দিন কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল আটটার দিকে তোসলিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে শিবনারায়ণপুর বাজার যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তোসলিমকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। এদিকে শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান জানান, নিহতের পরিবার কোন অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৫-১০-১৭

,