এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য নানান আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড়ইন্দারা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সামনে শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ। পরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল সাজের শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় হলরুমে ইউনিভার্সিটি ডে’র কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসকে সাজানো ‘রঙ্গিন সাজে’।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর প্রফেসর এবিএম রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. জাবিদ হোসাইন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৭