শিবগঞ্জে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর এলাকা থেকে পুলিশ সাদিকুল ইসলাম সাদু নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী সাদেকুল ইসলাম শনিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। রবিবার দুপুরে স্থানীয় লোকজন গঙ্গারামপুর আমবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদুকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিযেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি হাবিব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-১০-১৭

,