বেতন কাঠামোসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোসহ ৫ দফা দাবীতে রোববার চাঁপাইনবাবগঞ্জের নতুন হুজরাপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এ্যাসেসিয়েশন (ফারিয়া) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও  সাবেক সভাপতি আজহারুল ইসলাম পিন্টু, সভাপতি মো. নাসিরুল হক, সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম নয়ন প্রমুখ। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ও বিএমএ’র জেলা সভাপতি ডা. দুরুল হোদা।
বক্তারা বলেন, ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। বেতন কাঠামোতে পরিবর্তন আনার পাশাপাশি কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-১৭