অক্টোবর বিপ্লবের শতবর্ষপুর্তি উপলক্ষে লাল পতাকা মিছিল

অক্টোবর বিপ্লবের শতবর্ষপুর্তি উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি উদযাপিত হয়েছে। কর্মসুচির অংশ হিসেবে সকালে শহরের পৌরসভা পার্ক থেকে থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। বিপুল সংখ্যক নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে বের হওয়া বর্ণাঢ্য লাল পতাকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা পার্কে গিয়ে সমাবেশে মিলিত হয়।
অক্টোবর বিপ্লব উদযাপন কমিটির আহবায়ক শফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সিপিবির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান, বাসদের কেন্দ্রীয় সংগঠক জনার্দন দত্ত নান্টু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ইলিয়াস উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আবু বাক্কার, বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন, আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব আবু হাসিব।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক রুশ বিপ্লব দুনিয়া কাঁপিয়ে নতুন এক সমাজের জন্ম দেয়। অতীতের সমস্ত বিপ্লবকে পেছনে ফেলে ব্যক্তি মালিকানার সমাজের পরিবর্তে সামাজিক মালিকানার সমাজ প্রতিষ্ঠা পায়। শোষণের শৃঙ্খল ভেঙ্গে পৃতিবীতে নতুন এক সমাজের সৃষ্টি হয়।
এরআগে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন গণ সংগিত পরিবেশন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১০-১৭