ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ই-সেবা বিষয়ে প্রেস ব্রিফিং

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগনকে অবহিত করণ বিষয়ক প্রেস ব্রিফিং সোমবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত ব্রিফিং এ বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সরকারের নেয়া ডিজিটাল পদ্ধতিগুলোর সুফল ও করনীয় বিষয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, প্রবীন সাংবাদিক তসলিম উদ্দিন, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু ও ‘দৈনিক গৌড় বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিং এ ই-নথি, তথ্য বাতায়ন, শিা বাতায়নসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১০-১৭