দাইপুখুরিয়ার আড়গাড়াহাটের রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট জমসেদের বাড়ি হইতে এখলাসপুর জামে মসজিদ পর্যন্ত ৫০০ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির বাস্তবায়নে সোমবার বিকেলে এ রাস্তার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। পরে স্থানীয় স্কুল মাঠে মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের প্রমূখ। সভায় এমপি গোলাম রাব্বানী বলেন- জননেত্রী শেখ হাসিনার সরকার যোগাযোগ, শিা, স্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগে তিগ্রস্ত, অসহায় ও গৃহহীন মানুষের পুনর্বাসনের ল্েয নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং অসচ্ছল পরিবারকে ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ করছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রার্থে আবারো নৌকায় ভোট চাইলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১০-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১০-১৭