ভোলাহাট উপজেলা শিবির সভাপতি আনোয়ার গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আনোয়ার হোসেন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এসময় তার কাছ থেকে গান পাউডার ও জিহাদী বই পাওয়া যায়।
গ্রেফতার হওয়া আনোয়ার ভোলাহাটের উল্টাডাঙ্গা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আনোয়ারের বাড়িতে নাশকতার পরিকল্পনার উদ্দ্যেশে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মিটিং চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালায়। অভিযানে পুলিশ আনোয়ারকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এসময় তার বাড়ি থেকে ৫’শ গ্রাম গান পাউডার, ৪/৫টি জিহাদী বই, বিভিন্ন প্রকার লিফলেট, চাঁদা আদায়ের রশিদ এবং ৮/১০ জোড়া স্যান্ডেল উদ্ধার করে। এ ঘটনায় ৮/১০কে আসামী করে বিস্ফোরণ আইনে মামলা হয়েছে।
এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় বিষ্ফোরক আইনে মামলা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১০-১৭

,