ভোলাহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে শনিবার রয়েল(২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রয়েল উপজেলার মেডিকেল মোড়স্থ তার মামা আলমের লেদে কাজ করা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।  সে উপজেলার ঝাউবোনা গ্রামের আব্দুস শুকুরের ছেলে।
স্থানীয় জানায়, রয়েল র্দীঘ দিন ধরে তার মামার লেদের দোকানে ওয়রিং মিস্ত্রী হিসেবে কাজ করে। দুপুরে দিকে দোকানের পিছনে কাজ করা অবস্থায় এ দূর্ঘটনার শিকার হয়্। পরে অপর কর্মচারী ঘটনা স্থলে এসে রয়েল মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে  স্থানীয়দের খবর দিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৭-১০-১৭

,