রোহিঙ্গাদের উপর হামলা বন্ধের দাবিতে হোমিও চিকিৎসকদের মানববন্ধন

মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা রোহিঙ্গাদের উপর হামলা ও জাতি নিধন বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে হোমিও চিকিৎসকরা। রবিবার দুপুরে হোমিও স্টাডি সার্কেল চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে শহরের হাসপাতাল রোডে সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানবন্ধন চলাকারে বক্তব্য রাখেন হোমিও স্টাডি সার্কেলের আহবায়ক ও হোমিও চিকিৎসক আফসার আলী, হোমিও চিকিৎসক কামাল হোসেন, আব্দুল ওয়াদুদ সেলিম।
বক্তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। অমানবিক ও পৈশাচিক চিন্তা-ভাবনার দৃষ্টান্ত দিয়েছে তাঁরা। রোহিঙ্গাদের হত্যা বন্ধ করে সেখানে শান্তি নিয়ে আসতে হবে। সেই সাথে সকল দেশকেই এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৯-১৭