মন্ডপে মন্ডপে শাস্ত্রীয় সমাপ্তি শেষে কৈলাসে ফিরলেন দুর্গা
১০ দিন আগে মহালয়ার পুণ্য তিথিতে দেবীকে মর্ত্যে আবাহনের মাধ্যমে যে উৎসবের সূচনা হয়েছিল, শনিবার সকালে বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনে’ দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি হয়। নৌকায় মন্ডপে আসা দুর্গা কৈলাসে ফিরে গেলেন ঘোড়ায় চরে।
চাঁপাইনবাবগঞ্জের ১২৭টি পুজা মন্ডপের প্রতিমাগুলো শনিবার রাত ৮টার মধ্যেই বিসর্জন দেয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা, পাগলা ও পুর্ণভাবায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা তীরে দেখা গেছে সন্ধ্যা থেকে বাদ্যযন্ত্র সহকারে নিয়ে আসা প্রতিমাগুলো বিসর্জন দেয় দুর্গা দেবীর ভক্তরা।
এবারের পূজা মন্ডপ ও বিসর্জনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য কাজ করেছেন। একই সঙ্গে কাজ করেছেন র্যাব সদস্যরাও।
এর আগে শনিবার বেলা ১১ টার দিকে শহরের শিবতলা কর্মকারপাড়া, শিব মন্দির ও বারঘরিয়া বাইশ পুতুল সর্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি কনক রঞ্জন দাস। পরে বিভাগীয় কমিশনার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
কৈলাসের পথে দেবীকে বিদায় জানিয়ে ভক্তরা এক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের প্রার্থনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ৩০-০৯-১৭
চাঁপাইনবাবগঞ্জের ১২৭টি পুজা মন্ডপের প্রতিমাগুলো শনিবার রাত ৮টার মধ্যেই বিসর্জন দেয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা, পাগলা ও পুর্ণভাবায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা তীরে দেখা গেছে সন্ধ্যা থেকে বাদ্যযন্ত্র সহকারে নিয়ে আসা প্রতিমাগুলো বিসর্জন দেয় দুর্গা দেবীর ভক্তরা।
এবারের পূজা মন্ডপ ও বিসর্জনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য কাজ করেছেন। একই সঙ্গে কাজ করেছেন র্যাব সদস্যরাও।
এর আগে শনিবার বেলা ১১ টার দিকে শহরের শিবতলা কর্মকারপাড়া, শিব মন্দির ও বারঘরিয়া বাইশ পুতুল সর্বজনীন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি কনক রঞ্জন দাস। পরে বিভাগীয় কমিশনার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
কৈলাসের পথে দেবীকে বিদায় জানিয়ে ভক্তরা এক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের প্রার্থনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ৩০-০৯-১৭