নানান কর্মসুচিতে জেলাজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসুচি পালন করছে। জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
এদিকে, আনন্দ শোভাযাত্রা পথসমাবেশের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। দুপুরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে পথসমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, সহ-সভাপতি তামিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মাসরুর, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা সদরে কোন কর্মসুচি পালন করেছে এমন খবর পাওয়া যায়নি।

শিবগঞ্জ
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, শিবগঞ্জ ডাক বাংলো মাঠে উপজেলা যুবলীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি করেছে। পরে একই স্থানে উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, সত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি।
রক্তদান কর্মসূচিতে সহায়তা করেন রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী ইউনিটের ফিল্ড অফিসার আশাদুজ্জামান টিটো। কর্মসুচিতে মোট ২৬ জন যুবলীগ নেতা রক্তদান করেন।
ভোলাহাট
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে তার দীর্ঘ জীবন কামনায় উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার বেলা সাড়ে ৫ টায় তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-খায়ের আয়োজন করে। পরে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের কোষাধ্য পিয়ারজাহান, তথ্য ও গবেষণা সম্পাদক আফসার হোসেন, যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ডনসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।
বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে আলোচিত ঘটনার মধ্যে একটি রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গাদের উপর নির্যাতন মিয়ানমার সরকারের বর্বরোচিত একটি অধ্যায়। রোহিঙ্গারা যাতে নিরাপদে তাঁদের দেশে ফিরে যেতে পারে, সেজন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। এছাড়া জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭

, ,