ভোলাহাটে দুদকের গণশুনানীতে সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ভোলাহাটে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ও  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ গণশুনানীর আয়োজন করে ।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রশাসক মাহমুদুল হাসান, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক ( প্রশাসন ) মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক,  আবদুল আজিজ ভূইয়া, ভোলাহাট উপজেলা  চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।
গণশুনানীতে  উপজেলা ভূমি ও সাব   রেজিস্টি অফিস,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, পল্লী বিদ্যুৎ অফিস,  সমাজ  সেবা অফিস, যুব উন্নয়ন অফিস,  প্রাথমিক , মাধ্যমিক শিা অফিস, হিসাব রন অফিস,  উপজেলা নির্বাহী অফিস,   ভোলাহাট থানাসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সরাসরি ভুক্তভোগীদের  প্রশ্নের মুখোমুখি হতে হয়। সরকরি কর্মকর্তাদের সামনেই বিস্তর অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী।  বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ৩০ টি অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয়  পদপে গ্রহনের  আশ্বাস দেন প্রধান  অতিথি ড. নাসির উদ্দীন আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ২৬-০৯-১৭

,