বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আরমান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান সদ্য ঘোষিত বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সোমবার অ্যাসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ঢাকার আগাঁরগাওয়ে এনআইএলজি ভবনে অ্যাসোসিয়েশনের সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঝিনাইদহ পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মধু কে সভাপতি ও মৌলভীবাজার পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কুকে সাধারণ সম্পাদক নির্বাচন করে দেশের ৩২৭টি বিভিন্ন ক্যাটাগরির পৌরসভার সকল কাউন্সিলরদের (সংরক্ষিত মহিলা সহ) নিয়ে গঠিত অ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। গত ২৫ সেপ্টেম্বর সোমবার পূর্নাঙ্গ ১০১ সদস্যের কমিটির নাম ঘোষিত হয়। মঙ্গলবার কেন্দ্রীয় সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৯-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৯-১৭