শিবগঞ্জে গৃহবধু’র মরদেহ উদ্ধার স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্ডপুর গ্রামে নিজঘর থেকে রোকসানা বেগম (২৭) নামের এক গৃহবধু’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রোকসানার স্বামী জনি ইকবাল পলাতক রয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তারা (স্বামী স্ত্রী) নিজঘরে ঘুমাতে যান। রবিবার ভোরে রোকসানার মা ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে দেখেন মেয়ের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি জানান, শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ইসহাক আলী ছেলে জনি ইকবালের সঙ্গে রোকসানার বিয়ের পর থেকেই তারা রোকসানার বাবার বাড়িতে থাকতো। রোকসানকে স্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোকসানার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৭

,