শিবগঞ্জে ২ মাদক বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

শিবগঞ্জে দুই মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল দশটার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়ালাভাঙা মড়লপাড়ার ছাত্তার আলীর ছেলে মুকুল আলী (৩০) ও মতিন (৩৫) কে নিজ হেফাজতে গাঁজা রাখা অবস্থায় গ্রেফতার করা হয়। পরে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে সোমবার তিনজন মাদক বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০৯-১৭

,