নাচোলে মসজিদ উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মসজিদ উচ্ছেদ করে জেলা পরিষদের উদ্যোগে মার্কেট নির্মাণের প্রতিবাদে শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে মসজিদ রক্ষা কমিটি ব্যানারে ঘন্টাব্যাপী চলাকালে মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, আধুনিক মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ইসলাম উদ্দিন, নাচোল উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র ফারুক আহমেদ বাবু, নাচোল উপজেলা প্রেস কাবের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি মানারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, মাওলানা ফরিদ হোসেন, মসজিদ রক্ষা কমিটির আহ্বায়ক কামাল আহমেদুজ্জোহা পলাশ, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, ছাত্রনেতা শামীম রেজা, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড মোড়ে নির্মিত ওয়াক্তিয়া মসজিদটিতে মসুল্লিরা নামাজ আদায় করে আসছেন। মসজিদ উচ্ছেদ করে মার্কেট নির্মাণ বন্ধের জন্য আমরা রক্ষা কমিটি এমপিসহ সাধারণ মানুষের সই-স্বাক্ষর নিয়ে গত ২৩ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করি। সাধারণ মানুষের মতামতকে তোয়াক্কা না করে কর্তৃপক্ষ জোর করে মার্কেট নির্মাণ করতে চাচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, মসজিদ উচ্ছেদ করে কোনোমতেই মার্কেট নির্মাণ করতে দেয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৫-০৮-১৭

,