জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসুচির শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপ সচিব জসিম উদ্দীন কর্মসুচির উদ্বোধন করেন। সিভিল সার্জন কাজী শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব নুরুন নাহার, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন শামিম, রাজশাহী স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রসাশন) ডা. আব্দুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আয়েশা জুলেখা, চাঁপাইনবাবগঞ্জে ইউনিসেফ পূষ্টি বিশেষজ্ঞ ডা.আবু সায়েম।
চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ও ১ পৌরসভার ১ হাজার ২৫৯টি কেন্দ্রে দু লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসুচি বাস্তবায়নে ৩ হাজার ৭৯২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করেছেন।এ দিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-১৭