শিবগঞ্জে জেএমবির দুই সদস্য আটক
জামায়েতুল মোজাহেদিন জেএমবির সক্রিয় দুই সদস্যকে শিবগঞ্জ থেকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হল-শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চক হরিপুর গ্রামের মো.সাইফুদ্দিনের ছেলে আবুল কালাম ও একই ইউনিয়নের ত্রিমোহনী শিবগনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবদুস সালাম। গোয়েন্দা পুলিশের এসআই জাহিদ জানান,মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা চলমান রয়েছে। তিনি আরও জানান,দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগাওে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৮-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৮-১৭