উদ্বোধন হল ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভু-উপরিস্থ পানি শোধনাগার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ভু-উপরিস্থ পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের হুজরাপুরস্থ পানির ট্যাংকি মাঠে আনুষ্ঠানিকভাবে শোধনাগারের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, প্যানেল মেয়র সাইদুর রহমান, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সমাজকর্মী শফিকুল আলম ভোতা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন, শাšনা হক শাšা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, পৌর কাউন্সিলর, মতিউর রহমান মটন, নুরুল ইসলাম মিনহাজ, ইউনুসুর রহমান, তসিকুল ইসলাম, মইদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমান আরমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ ইমরান হোসেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে আধুনিক এই শোধনাগারসহ ৩৪ কিলোমিটার পাইপ লাইন, ৯টি উৎপাদক নলকূপ, ১৭৫ টি হস্তচালিত নলকূপ স্থাপন ও একটি ওভার হেড ট্যাংকি নির্মাণ করা হয়। মহানন্দা নদীর পানি উত্তোলন করে এই শোধনাগারে প্রতি ঘন্টায় ৩৫০ ঘনমিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা হবে। এরফলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিকদের ৬০ ভাগ পানি চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৭