জেলায় ২ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় আগামী ৫ আগষ্ট দিনব্যাপী ২ লক্ষ ৮০৯ জন শিশুকে ১ম রাউন্ড ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডা. জিনাত আরা হক ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) সুপারিনটেনডেন্ট আমিরুল মোমেনিন।
চাঁপাইনাববগঞ্জের সিভিল সার্জন ডা. কাজি শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং-এ জানানো হয়, আগামী ৫ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা ও ১ পৌরসভায় ৫ বছর বয়সী ২ লাখ ৮০৯ টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু হচ্ছে, ২৩ হাজার ৮৪৩ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ৯৬৬টি। জেলার ১ হাজার ২৫৯ টি কেন্দ্রে ভিটামিন  ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচিতে কাজ করবেন ৩ হাজার ৭৬২ জন স্বেচ্ছাসেবক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৭