বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৭ দফা দাবিতে মানববন্ধন

বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৭ দফা দাবিতে সোমবার  চাঁপাইনবাবগঞ্জের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বে-সরকারী শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ৫ উপজেলার শিক্ষক কর্মচারীরা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসলাম কবীর, হাসিনুর রহমান, কল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ ওবাইদুর রহমান, অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক গোলাম ফারুক (মিথুন), সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রভাষক নওসাবাহ্ নওরীন নেহার। এছাড়া আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজ উদ দৌলা, নাচোল শাখার সভাপতি জহির উদ্দিন, ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম সহ শিক্ষক সমিতির নেতৃবুন্দ।
সমাবেশে বক্তারা, অবসরকালীন সুবিধা ও কল্যাণ ট্রাস্ট এর নামে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বাতিল করাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
আগামী ২০ জুলাই জেলার প্রতিটা বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারিদের কালো ব্যাচ গ্রহণ ও ২৭ জুলাই শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রতিকী অনশনের কর্মসূচি ঘোষনা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।
মানববন্ধন শেষ একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৭-১৭