আবারও দায়িত্ব নিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল
তৃতীয় দফায় সাময়িক বরখাস্ত হবার পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আবারও দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার বিকেলে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান মেয়র কক্ষে এই দায়িত্বভার বুঝিয়ে দেন। গত ২১জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি মামলার আসামী হিসেবে অভিযোগপত্র গঠনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে মেয়র নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে এবং একই চিঠিতে প্যানেল মেয়র-১ সাইদুর রহমানকে দায়িত্বভার বুঝে নেয়ার জন্য বলা হয়। প্রেক্ষিতে গত ২২ জুন সাইদুর রহমান দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন মেয়র নজরুল ইসলাম।
গত ৪ জুলাই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা)’র ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০২.১৬-৮৫৬/১(৮) স্মারক আদেশ ৩ মাসের জন্য স্থগিতের আদেশ দেন উচ্চ আদালতের বিচারক। এই আদেশের ফলে আবারও দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররাসহ পৌরসভার সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৭-১৭
গত ৪ জুলাই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা)’র ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০২.১৬-৮৫৬/১(৮) স্মারক আদেশ ৩ মাসের জন্য স্থগিতের আদেশ দেন উচ্চ আদালতের বিচারক। এই আদেশের ফলে আবারও দায়িত্বভার গ্রহণ করলেন মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররাসহ পৌরসভার সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৭-১৭