চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ দায়িত্ব নিয়েছেন নুরুল ইসলাম মিনহাজ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ। বৃহস্পতিবার সকালে নিজ কক্ষে আসলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীব, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মইদুল ইসলাম ,১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মমরেজুল আকতার মমরেজ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল উদ্দিন ৯নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু তাকে ফুলের মালা পড়িয়ে দেন।
এর আগে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান প্যানেল মেয়র-২ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পৌর পরিষদের কাউন্সিলরা সর্বসম্মতিক্রমে ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজকে প্যানেল মেয়র-২ নির্বাচন করেন । এ নির্বাচনের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পৌর-১ শাখায় লিখিতভাবে অবহিত করা হয়েছে।
চাঁপাইনববাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৭-১৭
এর আগে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান প্যানেল মেয়র-২ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পৌর পরিষদের কাউন্সিলরা সর্বসম্মতিক্রমে ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজকে প্যানেল মেয়র-২ নির্বাচন করেন । এ নির্বাচনের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পৌর-১ শাখায় লিখিতভাবে অবহিত করা হয়েছে।
চাঁপাইনববাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৭-১৭