৭ দফা দাবিতে প্রতীকি অনশন করলেন বে-সরকারী শিক্ষক-কর্মচারীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা বে-সরকারি কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৭ দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বে-সরকারী শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়।
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট এর নামে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বাতিল, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বর্তমান স্কেলে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদানসহ ৭ দফা দাবিতে চলা অনশন কর্মসুচিকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসলাম কবীর, হাসিনুর রহমান, কল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ ওবাইদুর রহমান, অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, নজেকশিসের সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির। সমাবেশ সঞ্চলানা করেন, কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রভাষক নওসাবাহ্ নওরীন নেহা ও ফিরোজ কবীর। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজ উদ দৌলা, নাচোল শাখার সভাপতি জহির উদ্দিন, ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম।
এদিকে, বেলা ১২টার দিকে সংসদ সদস্য আব্দুল ওদুদ, শিক্ষকদের দাবি সরকারের কাছে উপস্থাপনের আশ্বাস দিয়ে শিক্ষকদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৭