নৌকা ডুবিতে মৃত দুই ভাইয়ের পরিবারকে প্রশাসনের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় মৃত দু’ভাইয়ের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মহানন্দা নদীর আনসারেরঘাট এলাকায় নৌকাডুবি ঘটে। এতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধূমিহায়াতপুর গ্রামের বাবলু আলীর ছেলে চতুর্থ ¤্রিেণর ছাত্র আল আমিন (১০) ও তার আপন চাচাতো ভাই আনারুল ইসলামের ছেলে দশম ¤্রিেণর ছাত্র ওয়াহেদুল ইসলাম ডুবে মারা যায়।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় মৃতদের বাড়ি গিয়ে দু’পরিবারকে সান্তনা জানান ও ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ.আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে ৯ জন যাত্রীসহ ঘাস বোঝাই একটি নৌকা চাঁফাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২ নং ওয়ার্ড চরমোহনপুর থেকে বিপরীতে মহানন্দা নদী পার হয়ে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আনসারেরঘাট যাবার পথে ঘাটের নিকটে হঠাৎ ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অনান্যরা তীরে উঠলেও ওই দু’ভাই ডুবে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৭-১৭