৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

‘‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ ল্গাাই এবং বৃ রোপন করে যে, সম্পদশালী হয় সে” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা সোমবার কালেক্টরেট শিশু পার্কে উদ্বোধন করা হয়েছে । বিকেলে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক  মাহমুদুল হাসান। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন খান, সামাজিক বনায়ন চাঁপাইনবাবগঞ্জ জোনের সহকারী বন সংরক্ষক ড. এম এ আউয়াল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিণ কর্মকর্তা ড. সামস্ ই তাবারিজ । এ সময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্ভিদ বিশেষজ্ঞ জহরুল ইসলাম, ব্যাবসায় আকবর আলী। মেলায় বিভিন্ন দপ্তর ও নার্সারী মালিকদের ২৫টি স্টল স্থান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৭-১৭