তৃতীয়বারের মত বরখাস্ত হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র জামায়াত নেতা নজরুল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণে তৃতীয়বারের মত সাময়িক বরখাস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিস্ফোরক আইনের একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামী হওয়ায় গত ২১ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই প্রজ্ঞাপণে প্যানেল মেয়র-১ সাইদুর রহমানকে মেয়রের দায়িত্বভার গ্রহণের জন্য বলা হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে নজরুল ইসলাম পৌর ভবনে মেয়রের কার্যালয়ে সাইদুর রহমানের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় প্যানেল মেয়র-২ মতিউর রহমান, কাউন্সিলরবৃন্দ, সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ২০১৭ সালে ওই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে একাধিক মামলার আসামী হিসেবে পলাতক অবস্থায় নির্বাচিত হন নজরুল ইসলাম। পরে তিনি আত্মসমর্পণ করে কারাগারে যান ও কারাগার থেকেই শপথ নেন। জামিনে মূক্ত হবার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণে তিনি দু’দফা সাময়িক বরখাস্ত হন ও উচ্চ আদালতের নির্দেশনায় দু’দফা দায়িত্ব ফেরৎ পান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৭-১৭