সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাক চালকের মরদেহ উদ্ধার
সোনামসজিদ স্থলবন্দরে পানামা ইয়াডের ভিতরে ভারতীয় ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু ব্যাক্তি হচ্ছে ভারতের বর্ধমান জেলার মন্তেস্বর থানার বনপুর গ্রামে এসার বড়ালের ছেলে আতিকুল বড়াল (৪৫)। পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্বনয়কারী টিপু সুলতান জানান, সোমবার ভোর ৪টার দিকে ভারতীয় ট্রাক চালক আতিকুল বড়াল ডউ-৪১উ-২২০১ নম্বর ট্রাকের কেবিনে শুয়ে থাকা অবস্থায় মারা গেছে। ওই ট্রাকের হেলপার মনজুর হোসেন মোল্লা জানায়, গত রোববার সোনামসজিদের পানামা ইয়ার্ডের ভিতরে ট্রাকে চালক আতিকুল বড়াল ও সে শুয়ে ছিল। ভোর ৪টার দিকে ঘুম ভাঙলে দেখা যায চালক আতিকুল মারা গেছে। পরে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ পানামা ইয়ার্ডের ভিতরের ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হাবিবুল ইসলাম হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভোর আনুমানিক ৪টার দিকে ভারতীয় ট্রাক চালক আতিকুল বড়াল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তন্দন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৯-০৬-১৭
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হাবিবুল ইসলাম হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভোর আনুমানিক ৪টার দিকে ভারতীয় ট্রাক চালক আতিকুল বড়াল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তন্দন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৯-০৬-১৭