ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপর হামলা, ভূমি দখলসহ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপর হামলা, ভূমি দখল, উচ্ছেদসহ হয়রানির প্রতিবাদে আজ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টংপাড়া গ্রামবাসী ও আদিবাসী সুধিজনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষরা অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপদি হিংগু মুরমু, বিশ্বনাথ মাহাতো, অণিতা রাজোয়ার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর বিভিন্ন সময় হামলা, নির্যাতন ও ভূমি দখলের ঘটনা ঘটছে। ভূমিদস্যুরা আদিবাসীদের শুধু বাড়ি-ঘরই নয় তাদের শ্মশানও দখল করে নিচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করছে।
পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৬-১৭
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টংপাড়া গ্রামবাসী ও আদিবাসী সুধিজনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষরা অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপদি হিংগু মুরমু, বিশ্বনাথ মাহাতো, অণিতা রাজোয়ার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর বিভিন্ন সময় হামলা, নির্যাতন ও ভূমি দখলের ঘটনা ঘটছে। ভূমিদস্যুরা আদিবাসীদের শুধু বাড়ি-ঘরই নয় তাদের শ্মশানও দখল করে নিচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করছে।
পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৬-১৭