সদর শিবগঞ্জ ও গোমস্তাপুরে পুলিশের অভিযানে অস্ত্র ইয়াবাসহ তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বুধবার রাত হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে পুলিশ অস্ত্র, গুলি, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টায় সদর উপজেলার রামচন্দ্রপুরহাট থানতলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চৌধুরী জোবায়ের আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় একটি দেশী তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটক হওয়ারা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনকষা পারচৌকা গ্রামের মৃত.মনিরুল ইসলামের ছেলে নাজিম (২৮) ও রসুনচক একবারপুর গ্রামের সোনার্দি হকের ছেলে আব্দুল করিম (২৫)। এব্যাপারে সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। বুধবার রাত দুইটায় শিবগঞ্জের কলাবাড়ী এলাকায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ জঞ্জালী (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। তিনি উপজেলার সালামপুর এলাকার মো. মঞ্জুর আলীর ছেলে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। অপর ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার বংপুর গাছপুকুর এলাকায় জনৈক তফিকুলের বাড়ী থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এস.এম জাকারিয়া জানান, এ ব্যাপারে মামলা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৬-১৭

, ,