জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালায়

‘সোনার বাংলা গড়ার প্রত্যয়’ এ শ্লোগানে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদের অতিরিক্ত সচিব সুলতান আহমদ, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান। সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম এর সঞ্চালনায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, এনএসআই’র উপ-পরিচালক শামসুজ্জোহা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, মনিম উদ দৌলা চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, পিপি জোবদুল হক, মসিউল করিম বাবু, অধ্যক্ষ আঃ রহিম, মুক্তমহোদলের মুসফিকুর রহমান, চেম্বারের পরিচালক শরিফুল ইসলাম, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, আফসার আলী, সিদ্দিকুর রহমান ভূইয়া, চাঁপাইনবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিলা সুলতানা, শাহনেয়মতুল্লাহ কলেজের শিক্ষিকা বিলকিস আরা মহুয়া।
কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধান ও সমাজের নেতৃস্থানীয়দের অংশ গ্রহণের মাধ্যমে শুদ্ধাচারের প্রচার ও আত্মশুদ্ধির মাধ্যমে দূর্নীতি, অনিয়ম ও অনাচার দূর করে সোনার বাংলা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৫-১৭