‘ফারাক্কা দিবসে’ পদ্মা নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ

ফারাক্কা দিবসকে সামনে রেছে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরবর্তী বাখের আলী ঘাট এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে জেলা সদরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে চাঁপাইনবাবগঞ্জ সেভ দ্য নেচারের সমন্বয়ক রবিউল হাসান ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখনে, সিনিয়র সাংবাদিক ডিএম তালেবুন নবী, গোলাম মোস্তফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, সামাজিক সংগঠক রফিক হাসান বাবলু, শহীদুল হুদা অলক, সৈবুর রহমান, ফয়সাল মাহমুদ প্রমুখ ।
বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় মরে যাচ্ছে পদ্মা নদী। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। এছাড়া বর্ষায় হঠাৎ করে পানি ছেড়ে দেয়ার কারণে এ অঞ্চলে ভয়াবহ আকারে নদী ভাঙন দেখা দেয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৫-১৭