প্রকৃতি রক্ষার শপথ নিলেন আদিবাসীর শিক্ষার্থীরা

প্রকৃতি রক্ষার শপথ নিলেন আদিবাসীর শিক্ষার্থীরা।  মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলের গহিনে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী প্রথামিক বিদ্যালয়ের প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা প্রকৃতি রক্ষার শপথ করেন। সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচারে আয়োজনে প্রকৃতি রক্ষার শপথ করান সেভ দ্যা নেচারের কো-অর্ডিনেটর রবিউল হাসান ডলার। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, সহকারি শিক্ষক আলী উজ্জামান নূর, সুদর্শন পাল, লুইশ মুর্মু, ট্রেম হাসদা, বিমল হাসদাক, নির্মল সরেন, সোনিয়া খাতুন শশী, অনুভা রানীসহ, প্রকৃতি বন্ধু ফয়সাল মাহমুদ, নাসির উদ্দীন টিটন, মাসরুক উজ্ জামান প্রমুখ।
এর আগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষে মোবাইলে মাধ্যমে প্রকৃতি রক্ষার একটি ভিডিও দেখানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৭