ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার দুটি পৃথক অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  আটককৃতরা হচ্ছে সদর উপজেলার পালশা উত্তরপাড়ার গোলাম মোস্তফার ছেলে হাসমত আলী (৩৫) ও সুন্দরপুর ইউনিয়নের কালুপুর মীরেরচক গ্রামের শফিকুল ইসলামের ছেলে অলিউল আজিম ওরফে শুভ ( ২২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সকাল পৌনে দশটায় সদর উপজেলার পালসা মিশন মোড় থেকে হাসমত আলীকে আড়াইশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অন্যদিকে সদর উপজেলার কালীনগর বাজারে নিজ মুদি দোকান থেকে অর্ধকেজি গাঁজাসহ আটক করা হয় ওই এলাকার অলিউল আজিম ওরফে শুভ ( ২২) নামে এক যুবককে।
 আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৭