৬ দফা দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

৬ দফা দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন উপজেলা থেকে আসা গ্রাম পুলিশ সদস্যরা। দাবীগুলির মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণী হিসেবে চাকুরী জাতীয়করণ, চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারবর্গের জন্য আর্থিক অনুদান ও সুযোগ-সুবিধে প্রদান, রেশন প্রথা চালু, ঢাকায় গ্রাম পুলিশদের কার্যালয় স্থাপন, চিকিৎসা ভাতা প্রদান ও গ্রাম পুলিশ পরিবার সদস্যদের সরকারী চাকুরী লাভের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সভাপতি বিভিষণ কর্মকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা সভাপতি মজিবুর রহমান, গোমস্তাপুর সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা দেশের প্রায় ৪৬০০ ইউনিয়নের ৪৭ হাজার গ্রাম পুলিশের করুণ অবস্থার কথা তুলে ধরে বলেন, প্রতি ইউনিয়নে ১ জন দফাদার ও ৯ জন মহল্লাদার গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। তাঁদের মাসিক বেতন যথাক্রমে ৩,৪০০ ও ৩,০০০ টাকা। এই যুগে এই বেতন মানবেতর ও কষ্টদায়ক। অথচ তাঁদের গ্রামীন ট্যাক্স কালেকশন, জন্ম-মৃত্যু তালিকা প্রনয়ণ, ভিজিডি-ভিজিএফ বন্টন, জীবনের ঝুঁকি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা, ইউপি নোটিশ জারি, থানায় হাজিরাসহ প্রায় ৭০ ধরনের কাজ করতে হয়। এমতাবস্থায় তাঁরা সরকারের প্রতি ৬ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধন শেষে দাবী বাস্তবায়নে জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৫-১৭