৮০০ গ্রাম গানপাউডার, জিহাদী বইসহ ১৩ শিবির কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ পৃথক দু’টি অভিযানে ১৩ শিবির নেতা কর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮ শ গ্রাম গান পাউডার ও জেহাদি বই উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার চরপাঁকা গ্রামের আব্দুল বাসিরের ছেলে কবির হোসেন (২৪), সেলিমাবাদ খানপাড়ার তৈমুর রহমানের ছেলে আব্দুল আজিজ (২২), চাতরা গ্রামের মোক্তার আলীর ছেলে শফিকুল ইসলাম (২০), শ্যামপুর ছোটহাদিনগর গ্রামের আকবর আলীর ছেলে হারুন অর রশিদ (১৯), জালমাছমারি গ্রামের আইনুল হকের ছেলে হেলাল উদ্দিন (২২), জেলা শহরের ইসলামপুর বড়ইন্দারা মোড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে নূরে আলম (২৮), গোমস্তাপুর উপজেলার বেনুচক গ্রামের আব্দুল খালেকের ছেলে খাদেমুল ইসলাম (১৯)। মকরমপুর গ্রামের নূরুল আজমের ছেলে আব্দুর রাকিব (২২), শ্যামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল মাত্তাকিম (২২ চিড়াডাঙ্গা গ্রামের নেসমোহাম্মদের ছেলে নাজমুল হক (২৩)। ভোলাহাট উপজেলার চরধরমপুর মুন্সিপাড়ার আশরাফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২২), গোহালবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে আসাদুল্লাহ নিহাদ (২৪)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহম্মেদ সাংবাদিকদের জানান, দেলওয়ার হোসেন সাঈদীর রায়ের প্রতিবাদে জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে মিছিলে নেতৃত্বদানকারী ওয়ার্ড পর্যায়ের শিবির নেতা শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের এনামুল হকের ছেলে আল আমিন (২৭) কে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক চাঁদলাই ও পাওয়ার হাউস মোড় এলাকার দু’টি মেসে বৃহস্পতিবার অভিযান চালায়। এসময় চাঁদলাই থেকে ৮ জন ও পাওয়ার হাউস মোড় মেস থেকে ৫ জন শিবির নেতা কর্মীকে আটক করা হয়। অভিযানকালে মেস থেকে ২০/২৫ শিবির কর্মী পালিয়ে যায়। অভিযানে ৮ শ গ্রাম গান পাউডার জেহাদী বই, সাংগঠনিক অর্থ আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় পৃথক দু’টি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৫-১৭