চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর ভবনে মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, টাউন প্ল্যানার ইমরান হোসেন, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জাসদ নেতা বিপ্লব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, ব্যবসায়ী আব্দুল আওয়াল, জেলা মহিলা আ’লীগ সভাপতি মর্জিনা হক, সমাজসেবী মনিম উদ দৌলা চৌধুরী প্রমুখ।
সভায় পৌর এলাকার উন্নয়নে চলমান তৃতীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিপ-৩) বিষয়ে পৌর নাগরিক,জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় করা হয়। আলোচনায় বকেয়া পৌর ট্যাক্স,পানির বিল ও  পৌরসভা প্রদত্ত্ব নাগরিক সেবা সমুহ স্থান পায়। সভায় জানানো হয় ইউজিপ-৩ প্রকল্পের  প্রথম ফেজে ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ প্রায় শেষ। দ্বিতীয় ফেজে ২৬ কোটি টাকার কাজের চেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৃতীয় ফেজে ৪০ কোটি টাকার বরাদ্দ পেতে হলে আগামী জুনের মধ্যে শতকরা আশি ভাগ হোল্ডিং ট্যাক্স আদায় করতে হবে। নিজেদের স্বার্থেই ভবিষ্যতে আরও ব্যপক উন্নয়নের জন্য নাগরিকদের নির্ধারিত হোল্ডিং ট্যাক্স সময়মত পরিশোধ করা উচিৎ। জেলা প্রশাসক ট্যাক্স আদায়ে পৌর কর্র্তৃপক্সকে সকল সহযোগিতার আশ্বাস দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৫-১৭