কানসাট ইউপি নির্বাচনে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- সংরক্ষিত-১ আসনের নাজিরা আক্তার (বক প্রতীক), পারুল বেগম (মাইক)। সংরক্ষিত-২ আসনের নাসরিন বেগম (সূর্যমূখি), বেদানা বেগম (ক্যামেরা) ও মিতালি বেগম (মাইক)। সংরক্ষিত-৩ আসনের মরিয়ন বেগম  (হেলিকপ্টর)। এছাড়া সাধারণ-১ আসনের  কাজী রাজীব হাসান পান্না (মোরগ), ভিখু আলী (টিউবওয়েল) ও মনিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)। সাধারণ-৩ আসনের আমিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা)। সাধারণ-৬ আসনের ইমরান আলী (বৈদ্যুতিক পাখা)। সাধারণ-৭ আসনের গোলাম মোস্তাফা (মোরগ), বাবু (ভ্যান গাড়ি) ও রবিউল ইসলাম(টিউবওয়েল)। সাধারণ-৮ আসনের আবু বাক্কার (ফুটবল) ও সফিকুল ইসলাম (মোরগ) প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ ব্যাপারে কানসাট ইউপি নির্বাচনের রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ জানান, গেল ১৬ এপ্রিল কানসাট ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, সাধারণ আসনে ৩৭ ও সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অনুষ্ঠিত নির্বাচনে বৈধ ও অবৈধ প্রাপ্ত ভোটের ৮ ভাগের মধ্যে ১ ভাগেরও কম ভোট পাওয়ায় ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সংরক্ষিত-১ আসনের  ২জন, সংরক্ষিত-২ আসনের ৩ জন, সংরক্ষিত-৩ আসনের ১ জন, সাধারণ-১ আসনের ৩ জন, সাধারণ-৩ আসনের ১ জন, সাধারণ-৭ আসনের ৩ জন ও সাধারণ-৮ আসনের ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-০৪-১৭

,