নাচোলে সড়ক দুর্ঘটনায় আহত দুই
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন রাজশাহী শাহমুখদুম থানার বালিয়াডাঙ্গা গ্রামের মোজাহার আলীর ছেলে দিপজল(২৫), ও রাজশাহী রেলগেট এলাকার কাউছার আলী(২০)বলে জানাগেছে । তারা দু’জনেই পিকআপের ড্রাইভার ও হেলপার।
নাচোল থানার ওসি ফাসির উদ্দিন নিশ্চিৎ করে জানান,গতকাল মঙ্গলবার সন্ধায় নাচোল আমনুরা সড়কের নেজামপুর নামক স্থানে ভুটভুটি ও পিকআপ(রাজশাহী-মেট্রো-ছ-১১০২০৯) মুখোমূখি সংঘর্ষে দুজন আহত হয়। আহতদের দু’জনের পা ভেঙ্গে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। ঘটনার পর এলাকাবাসী আহতদেরকে নাচোল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-০৪-১৭
নাচোল থানার ওসি ফাসির উদ্দিন নিশ্চিৎ করে জানান,গতকাল মঙ্গলবার সন্ধায় নাচোল আমনুরা সড়কের নেজামপুর নামক স্থানে ভুটভুটি ও পিকআপ(রাজশাহী-মেট্রো-ছ-১১০২০৯) মুখোমূখি সংঘর্ষে দুজন আহত হয়। আহতদের দু’জনের পা ভেঙ্গে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। ঘটনার পর এলাকাবাসী আহতদেরকে নাচোল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-০৪-১৭