শিবগঞ্জে বাসের ধাক্কায় সাত বছরের শিশু নিহত
শিবগঞ্জে একটি যাত্রীবাহি নাইট কোচের ধাক্কায় মুনজিলা খাতুন (৭) বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত ওই র্শিশু শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মিঞাপাড়ার আজিম মিঞার মেয়ে ।
শিশুটির পারিবারিক সূত্রে জানাগেছে,মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মুনজিলা খাতুন পার্শবর্তী বাগানে আম কুড়াতে যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়ক পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহি একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এব বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান,শিশুটিকে ধাক্কা দিয়ে বাসটি চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৫-০৪-১৭
শিশুটির পারিবারিক সূত্রে জানাগেছে,মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মুনজিলা খাতুন পার্শবর্তী বাগানে আম কুড়াতে যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়ক পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহি একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এব বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান,শিশুটিকে ধাক্কা দিয়ে বাসটি চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৫-০৪-১৭