ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণে সম্পত্তি রেজিষ্ট্রি সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল মঙ্গলবার ভোলাহাট সাব-রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করেছেন কলেজ কর্তৃপক্ষ। রোববার জেলা প্রশাসকের কার্যালয় হতে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর সংক্রান্ত একটি পত্র অধ্যক্ষ বরাবর জারী করা হয়। এর আগে গত ২০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও অধ্যক্ষকে জরুরী ভিত্তিতে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের পক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়কে এবং কলেজের পক্ষে অধ্যক্ষ মহোদয় দানপত্র দলিল সম্পাদন করে সংশ্লিষ্ট সাব-রেজিস্টারের নিকট রেজিষ্ট্রি করার নির্দেশ দেয়া হয়। এসময় ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকমীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ২৫-০৪-১৭

,