বালিয়াদীঘি এলাকা থেকে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সেলিমউদ্দিনের নেতৃত্বে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির একটি টহল দল বালিয়াদীঘি এলাকায় ফাঁদ পাতে। এ সময় সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভিতরে ৩ চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে টহল দলের নিকটবর্তী হলে তাঁদের ধাওয়া করে আটকের চেষ্টা করে টহল দল। কিন্তু চোরাকারবারীরা অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাঁদের ফেলে যাওয়া বস্তা হতে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৪-১৭