বৈশাখী ভাতার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করন, বার্ষিক প্রবৃদ্ধি,চিকিৎসা ভাতা,বাড়ী ভাড়া বর্তমান স্কেলে সরকারি চাকুরিজীবিদের মত বৈশাখী ভাতার দাবিতে মঙ্গলবার শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১২টা পর্যন্ত আবদুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচী পালিত হয়।  অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন , চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি নজেকশিসের সভাপতি ও শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ও বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, নজেকশিসের সহ-সভাপতি তরিকুল অলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর, রানীহাটি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, অধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রভাষক নুরুল ইসলাম, গোলাম ফারুক মিথুন, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, কামরুল আহসান, হাসিনুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ, বার্ষিক প্রবৃদ্ধি,চিকিৎসা ভাতা,বাড়ী ভাড়া বর্তমান স্কেলে বৈশাখী ভাতা দেবার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৭