ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতি বছরের মত এ বছরও সম্প্রতি বনভোজন ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জয়নুল আবেদীন স্মৃতি সংগ্রহশালা। অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক শিবগঞ্জের কৃতিসন্তান ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান, তৌহিদুল ইসলাম রানা, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমানসহ ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র সমিতির সভাপতি ফরহাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মসিদুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৪-০৪-১৭
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র সমিতির সভাপতি ফরহাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মসিদুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৪-০৪-১৭