নানা আয়োজনে বরণ হবে নতুন বছর- শুভ নববর্ষ
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা” শ্লোগানে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজনের। ১লা বৈশাখ উপলক্ষে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা, শোভাযাত্রা শেষে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় আ¤্র কাননে বৈশাখী আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১ টায় লাঠিখেলাসহ গ্রামিন খেলাধুলা, একই স্থানে যেমন খুশি তেমন সাজো, সুবিধামত সময়ে কারাগার, হাসপাতাল, সরকারী ও বেসরকারী শিশু পরিবার/এতিমখানায় উন্নতমানের বাঙালি খাবারের ব্যবস্থা, বিকেলে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় আ¤্র কাননে নববর্ষের আলোচনা সভা, একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান। গম্ভীরা গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন স্টল স্থাপনের মাধ্যমে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় আ¤্র কাননে দিনব্যাপী মেলা আয়োজন। নববর্ষ উপলক্ষে ১৩ এপ্রিল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে শিশুদের দড়ি খেলা, লোকনৃত্য, লোকসংগীত, চিত্রাংকন প্রতিযোগিতা। ১লা বৈশাখ শান্তিপূর্ণ ও আনন্দ বিনোদনের মাধ্যমে পালন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৭