বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান ॥ পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলির সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, অব. প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহেতাস আলী, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, চৌহদ্দীটোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া, স্বরুপনগর মোহরআলী উচ্চ বিদালয়ের সহকারী প্রধান শিক্ষক কায়েশ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী আল আমিন। বরণ ও বিদায় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপ-কমিটির আহবায়ক কলেজের বাংলা বিভাগের শিক্ষক জোনাব আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী নাজমুল ইসলাম ও তাসলিমা খাতুন, ১ম বর্ষের আনোয়ার হোসেন। শেষে কলেজের বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৭