শিবগঞ্জ সীমান্তে ৮ শতাধিক ফেনসিডিল ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ফেন্সিডিল ও বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মনোহরপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার লক্ষিরচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
অন্যদিকে প্রায় একই সময়  একই ব্যাটালিয়নের হাকিমপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৪/৬-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাবনপাড়া মাঠ হতে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এছাড়াও বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির হাবিলদার হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল শিবগঞ্জ উপজেলার ৫নং বেড়িঁ বাধ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
তথ্যটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আবুল এহসান জানান উদ্ধারকৃত ফেন্সিডিল ও বিদেশী মদ গুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৩-১৭

,