বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ সদস্যদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহব্বায়ক রুহুল আমীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভাইস চেয়ারম্যান মনিম-উদ-দ্দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মাযহারুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সরকারী কৌসুলী (পিপি) জবদুল হক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, সমাজসেবী শফিকুল আলম।
বক্তারা বলেন, ১ মার্চ সমগ্র দেশে প্রথমবারের মত দিবসটি পালন করা হচ্ছে। এতে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও তাঁদের পরিবারবর্গের সাথে পুলিশের সম্পর্ক বাড়বে। এখন থেকে প্রতিবছরই দিবসটি পালন করা হবে। অনুষ্ঠানে জেলার স্থায়ী বাসিন্দা এবং স্বাধীনতার পর বিভিন্ন সময় কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া তিন পুলিশ সদস্য কনস্টেবল শওকত আলী, রেজাউল করিম ও নায়েক নুরুল হোদার পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।
এর আগে বিভিন্ন সময় মারা যাওয়া পুলিশ সদস্যদের জন দোয়া করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৩-১৭