শিবগঞ্জের মনাকষাতে গণহত্যাদিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শিবগঞ্জের মনাকষাতে গণহত্যা দিবস উপলক্ষে মনাকষা মুক্তিযোদ্ধা ইউনিট,শহীদপরিবার,বঙ্গবন্ধূ প্রজন্মলীগ, যুবলীগও ছাত্রলীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায়   গণকবরে পুস্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্বলন, মোনাজাত ও র‌্যালী শেষে মুক্তিযোদ্ধা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনাকষা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সন্তান বদিউর রহমান বুদ্ধু, মুক্তিযোদ্ধা, প্রভাত সিংহ, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, যুবলীগের নেতা তোহিদুল আলম টিয়া, দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ  সংবাদাতা প্রভাষক সফিকুল ইসলাম, আদিনা ফজলুর হক সরকারী কলেজের সাবেক ভিপি ফাইজুদ্দিন আহম্মেদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন।
 সভায় ২৫ মার্চকে আর্ন্তজাতিকভাবে গণহত্যা দিবস হিসাবে ঘোষনার দাবী, গণকবর সংরক্ষন, স্মৃতিস্তম্ভ নির্মান ও গণহত্যাকারীদের বিচারের জোর দাবী জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৫-০৩-১৭

,